ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ড. আরেফিন সিদ্দিক হতে যাচ্ছেন ইউজিসির নয়া চেয়ারম্যান

প্রকাশিত: ১০:০৫, ২৯ এপ্রিল ২০১৯

 ড. আরেফিন সিদ্দিক হতে যাচ্ছেন  ইউজিসির  নয়া  চেয়ারম্যান

বিভাষ বাড়ৈ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে। আগামী ৭ মে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোন সময় প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এ পদের জন্য সরকারের গুড বুকে থাকা অর্ধ ডজন প্রভাবশালী শিক্ষাবিদ আলোচনায় থাকলেও ঢাবির সাবেক উপাচার্যের পাল্লাই ভারি বলে বিবেচনা করছে সরকার। এদিকে সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নিয়োগ হয়ে গেছে বলে খবর ছড়িয়ে পরে। বিভিন্ন মহল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে অনেকে অভিনন্দনও জানিয়েছেন। বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ সামাদ জানান, তার কাছে খবর এসেছে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নতুন চেয়ারম্যান হয়ে গেছে। প্রজ্ঞাপনও হয়ে গেছে। তবে রাত সাড়ে ৭টার দিকে শিক্ষা মন্ত্রণালয়োর সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসেইন জনকণ্ঠকে বলেন, এখনও এ বিষয়ে কোন কিছু হয়নি। কোন প্রজ্ঞাপনও হয়নি। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে বলেন, এখনও তিনি কোন কিছু জানেন না। সরকার ঠিক করবে কাকে দায়িত্ব দেবেন। তবে আমার কাছে কোন তথ্য নেই। জানা গেছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হবে আগামী ৭ মে । ইতোমধ্যে ইউজিসির নতুন চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, চার বছর আগে বর্তমান চেয়ারম্যান ইউজিসির দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন দেয়ার পর নতুন ইউজিসি নিয়োগের প্রস্তাব রাষ্ট্রপতির দফতরে যাবে। এরপর রাষ্ট্রপতির নির্দেশনা মোতাবেক ইউজিসির নতুন চেয়ারম্যানের নিয়োগ বাস্তবায়ন করতে নির্দেশনা দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়কে। এরপর জারি হবে প্রজ্ঞাপন। কর্মকর্তারা বলেছেন, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে পুনরায় ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হলে তার চাকরির মেয়াদ বাড়াতে হবে। তবে নতুন করে কোন কর্মকর্তার চাকরির মেয়াদ না বাড়াতে বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সে মোতাবেক বর্তমান চেয়ারম্যানের আবারও নিয়োগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বর্তমান সরকারের আস্থাভাজন ব্যক্তি। সফলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। তাকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে। ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে আলোচনায় আছেন ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। আলোচনায় আছেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর নামও। ইউজিসির কর্মকর্তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইউজিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে তারাও শুনছেন। কেউ কেউ বলছেন, আরেফিন স্যার হচ্ছেন পরবর্তী ইউজিসি চেয়ারম্যান, ওপর মহল থেকে তারা এমন তথ্য পেয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী রবিবার বলেছেন, নতুন চেয়ারম্যান নিয়োগ কার্যক্রম এখনও শুরু হয়নি। আগামী দু-তিনদিনের মধ্যে যোগ্য ব্যক্তিদের তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। কে হতে পারেন ইউজিসির পরবর্তী চেয়ারম্যান- এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, এটি ওপর মহলের সিদ্ধান্তের বিষয়, তাই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরবর্তী চেয়ারম্যান কে হতে পারেন তা নিশ্চিত করে বলা যাবে না। তবে বর্তমান চেয়ারম্যান অবসরে যাওয়ার আগেই তা চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতির নির্দেশনা পাওয়ার পর নতুন চেয়ারম্যান নিয়োগ পাবেন।
×