ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটির প্রতিবেদন ১২ মের মধ্যে জমা দেয়ার নির্দেশ

প্রকাশিত: ১০:০৫, ২৯ এপ্রিল ২০১৯

 তদন্ত কমিটির  প্রতিবেদন ১২ মের মধ্যে জমা দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রির আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ১২ মের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়-সংক্রান্ত জাতীয় নীতিমালা করতে মনোবিজ্ঞানী নিয়োগ বা তাদের মতামত নেয়ার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আদালতে তাও জানানোর নির্দেশ দিয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)। তিনি জানান, আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়-সংক্রান্ত নির্দেশনার পর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্ধারিত দিনে রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)। অন্যদিকে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা।
×