ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত তিন

প্রকাশিত: ১০:০৩, ২৯ এপ্রিল ২০১৯

 বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত তিন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৮ এপ্রিল ॥ বজ্রপাতে হবিগঞ্জে রবিবার এক স্কুল ছাত্রীসহ দুইজনের মৃত্যু এবং আরও তিনজন আহত হয়েছে। মৃতরা হলেন, সদর উপজেলাধীন লুকড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের ডেঙ্গু মিয়া (৫৫) ও বানিয়াচঙ্গ উপজেলাধীন দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সালমা আক্তার (৮)। এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছে মৃত ডেঙ্গু মিয়ার তিন ছেলে তোরাব আলী (৩০), করম আলী (২৮) ও কিতাব আলী (২৫)। এই তিনজনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, প্রচন্ড তাপপ্রবাাহে মানুষ যখন অতিষ্ঠ, তখন ওইদিন দুপুর ১টার দিকে হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা সদর ও বানিয়াচঙ্গের ওপর দিয়ে আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত শুরু হয় এবং সেই সঙ্গে আকাশে বজ্রপাত ঘটতে থাকে। এ সময় সালমা আম কুড়াতে বের হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে একই সময় তিন ছেলেকে নিয়ে ডেঙ্গু মিয়া গুঙ্গিয়াজুরী হাওড়ে ধান কাটছিল। তখন বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেও ডেঙ্গু মিয়া নিহত এবং তার ছেলেরা গুরুতর আহত হয়।
×