ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপজ্জনক খুনী পাখি নিলামে

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ এপ্রিল ২০১৯

 বিপজ্জনক খুনী পাখি নিলামে

দ্য সান দিয়াগো চিড়িয়াখানার মতে, ক্যাসোওয়ারি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি। তারা পায়ের থাবা দিয়ে যে কোন কিছু চিরে দিতে পারে। যখন মারভিন ওই ক্যাসোওয়্যারির খাঁচা থেকে একটি ডিম বের করতে গিয়েছিলেন, তখনই পাখিটি এ্যাটাক করে তাকে। গত সপ্তাহে নিজের মালিককে মেরে ফেলেছিল এই ক্যাসোওয়্যারি নামের পাখিটি। মারা গিয়েছিলেন ৭৫ বছরের ফ্লোরিডার বাসিন্দা মারভিন হোজাস। ওই ঘাতক পাখিটিকে নিলামে তুলেছে প্রশাসন। শুধু ওই পাখিটিই নয়, হোজাসের পালিত সমস্ত পশুপাখিই থাকবে সেই নিলামে। মারভিন হোজাসের শেষ ইচ্ছে ছিল, তার পোষা সমস্ত পাখি ও পশুকে নিলামে তোলা হোক। সেই ইচ্ছাই পূরণ করতে চলেছে সে দেশের চিড়িয়াখানা। ফ্লোরিডার আলাচুয়া প্রশাসন জানিয়েছে, গত শুক্রবার সকাল ১০টা নাগাদ হঠাৎ স্বাস্থ্যকর্মীদের কাছে খবর পৌঁছায় হোজাস আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বার আর্জি পৌঁছয়। সম্ভবত তিনি পড়ে গিয়েছিলেন। তখনই পাখিটি তার ওপর চড়াও হয়। ক্ষতবিক্ষত করে তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বৃদ্ধের। কেন হঠাৎ পাখিটি তার মালিকের ওপর হামলা চালাল তা বোঝার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। আপাতত সেটিকে হেফাজতে নেয়া হয়েছে। -ইয়াহু নিউজ
×