ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সুমন কুমারের জলছবিতে রূপময় বাংলা

প্রকাশিত: ০৯:৪৫, ২৯ এপ্রিল ২০১৯

  সুমন কুমারের  জলছবিতে  রূপময় বাংলা

স্টাফ রিপোর্টার ॥ ক্যানভাসে দৃশ্যমান কোন এক গাঁয়ের বসতভিটা। মাটিলেপা সেই ঘরের সামনে প্রশস্ত উঠান। সেখানে ছড়িয়ে আছে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ। স্থির হয়ে দাঁড়িয়ে চালক ও গরুবিহীন একটি গরুর গাড়ি। তার ঠিক সামনেই নজরে পড়ে স্তূপ করে রাখা খড়ের গাদা। জলরঙে এই ছবিটি এঁকেছেন সুমন কুমার সরকার। আবহমান গ্রাম বাংলার বৈচিত্র্যময় রূপকে চিত্রপটে মেলে ধরেছেন এই চিত্রকর। গ্রামীণ জীবনের সঙ্গে নিসর্গের সম্মিলনে এঁকেছেন অনেকগুলো ছবি। জলরঙে চিত্রিত সেসব ছবি নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিরোনাম ’রূপময় বাংলা’। প্রকৃতি তার রং আর রূপে, সুর আর ছন্দে, আলো আর ছায়ার নিয়ত পরিবর্তনশীল খেলায় ডুবে থাকে। তার এ খেলায় মুগ্ধ হয়ে কেউ লেখেন কবিতা, কেউ মজে যান সঙ্গীতে, আর কেউবা আঁকেন ছবি। সেই পথরেখায় রং তুলির আশ্রয়ে শিল্প সৃজন করেছেন সুমন কুমার। সবুজ-শ্যামল বাংলার রূপটি মেলে ধরেছেন দারুণ যত্ন নিয়ে। শেকড়ের প্রতি দায়বদ্ধতা মিটিয়েছেন শিল্পের আশ্রয়ে। সুমন কুমার সরকার প্রকৃতির সরল সৌন্দর্যকে করে তুলেছেন তার বিষয়বস্তু, চিত্রকর্মে যার অনুপম প্রতিবিম্ব দর্শকদের সমধিক উদ্দীপ্ত করে তোলে। রং ও কম্পোজিশনের চেতনা তার সূক্ষ্ম। বরেন্দ্রের লালমাটির সংস্পর্শে তার বেড়ে ওঠা-একেবারে বাংলার পাললিক ভূমিজ-সন্তান। তাই চিরায়ত বাংলার দৃশ্যাবলি ও সৌন্দর্য জলরঙে তুলে ধরার মধ্যদিয়েই তিনি তার সৃষ্টির তৃষ্ণাকে একরকম তৃপ্ত করেন। কংক্রিটের শহরে জঙ্গলে যখনই তিনি নিজেকে খাঁচায় আবদ্ধ অনুভব করেন, তখনই তিনি গ্রামবাংলার প্রাকৃতিক সৌকর্যকে জড়িয়ে নেন। কৃষিভূমির আবহমান বাংলারই গান করে চলে তার রঙের প্যালেট। ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
×