ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্য উচ্চতায় রোনাল্ডো

প্রকাশিত: ০৯:২৭, ২৯ এপ্রিল ২০১৯

 অনন্য উচ্চতায় রোনাল্ডো

জিএম মোস্তফা ॥ আরও একটি রেকর্ডে জায়গা করে নিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআর সেভেন। শনিবার ইন্টার মিলানের বিপক্ষে গোল করে অবিস্মরণীয় এই কীর্তি গড়লেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার। তবে রোনাল্ডোর অনন্য এই কীর্তির দিনেও জয় পায়নি জুভেন্টাস। ইন্টার মিলানের মাঠে এদিন ১-১ গোলে ড্র করেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। যদিওবা এর আগেই ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে জুভেন্টাস। ইন্টার মিলানের সঙ্গে ড্র করার পরও ইতালিয়ান সিরি’এ লীগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নেপোলির চেয়ে ২১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দু’জনই দুর্দান্ত মাঠের লড়াইয়ে। রেকর্ডেও যেন সমান্তরাল গতিতে ছুটে চলেন তারা। যে কারণে বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল কে আগে ৬০০ গোলের মাইলফলকে পৌঁছবেন? মেসি নাকি রোনাল্ডো। তবে তাতে এগিয়ে ছিলেন সিআর সেভেন। মেসির চেয়ে যে দুই গোল বেশি ছিল তার। আর ৬০০ গোলের মাইলফলকেও আগেই পৌঁছালেন এ তারকা। শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ক্লাবের হয়ে মাইলফলকের গোলটি করেন তিনি। সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করে জুভেন্টাস। সেই ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে রোনাল্ডোর দল। হারের শঙ্কায় থাকা দলটিকে স্বস্তি এনে দেন সিআর সেভেন নিজেই। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মিরালেম পিয়ানিচের ব্যাকহিল থেকে পাওয়া বলে দারুণ শটে প্রতিপক্ষের জালে জড়ান তিনি। তার মাইলফলকের গোলেই হার এড়ায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এ গোল নিয়ে সিরিএ’তে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ২০। জুভেন্টাসের জার্সিতে এটা তার ২৭তম গোল। এর আগে স্পোর্টিং লিসবনের হয়ে করেছিলেন ৫টি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি গোল করেছিলেন রোনাল্ডো। গত বছর জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আরও ৪৫০ গোল করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এদিন গোল পেয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসিও। লেভান্তের বিপক্ষে করা জয় সূচক গোলটি করেন এলএম টেন। যা তার ক্লাব ক্যারিয়ারের ৫৯৮তম গোল। অর্থাৎ রোনাল্ডো থেকে মাত্র দুই গোল পিছিয়ে মেসি। তবে এলএম টেনের সবগুলোই এসেছে বার্সিলোনার জার্সি গায়ে। লেভান্তেকে হারানোর দিনে স্প্যানিশ লা লিগার শিরোপাও নিশ্চিত করেছে বার্সিলোনা। ২০০৯ সালের পর এবারই প্রথম একই মৌসুমে লীগ শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি-রোনাল্ডো। গত নয় বছর রিয়াল মাদ্রিদে খেলেছিলেন সিআর সেভেন। এই সময়টাতে অবশ্য একসঙ্গে লীগ শিরোপা জয়ের সুযোগ ছিল না কখনই। দীর্ঘ সময় পর এবারই প্রথম একই মৌসুমে স্ব-স্ব ক্লাবের হয়ে লীগ শিরোপা জয়ের কীর্তি গড়লেন মেসি-রোনাল্ডো। শনিবার লেভান্তেকে হারিয়ে স্প্যানিশ লা লিগার ১০ম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে যা রেকর্ড সর্বোচ্চ। তবে জুভেন্টাস সিরি’এ লীগের শিরোপা নিশ্চিত করেছে গত সপ্তাহেই। ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারানোর পরই লীগ শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। তবে দুর্ভাগ্য জুভদের। বাকি সব আসর থেকে ছিটকে পড়েছে তারা। রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বার্সিলোনা অবশ্য টিকে আছে আরও একবার ট্রেবল জয়ের পথে। পারবে কী মেসি-সুয়ারেজরা? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×