ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আম রফতানিতে সহযোগিতা করবে বিজিএমইএ

প্রকাশিত: ০৯:১২, ২৯ এপ্রিল ২০১৯

 আম রফতানিতে সহযোগিতা করবে  বিজিএমইএ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর আম বিদেশে রফতানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, আমের সময় রাজশাহীর নামটি চলে আসে। এ অঞ্চলের আম বিদেশে রফতানির জন্য বিজিএমইএর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুবানা হক বলেন, রাজশাহীর আম অত্যন্ত সুস্বাদু। বিদেশে এর ব্যাপক চাহিদা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খুব বেশি আম রফতানি হচ্ছে না। অধিক পরিমাণে আম রফতানি করা গেলে চাষীরা লাভবান হবেন। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম পান্না। আরও বক্তব্য দেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক মিরাজুল ইসলাম প্রমুখ।
×