ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে ৭ টিম

প্রকাশিত: ০৯:১১, ২৯ এপ্রিল ২০১৯

 চট্টগ্রামের ভোগ্যপণ্যের  বাজার মনিটরিংয়ে  ৭ টিম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত টিম। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিমগুলো পুরো রোজার মাস নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ করবে। রবিবার সকালে রিয়াজুদ্দিন বাজার ও খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে রবিবার সকালে অভিযান পরিচালিত হয় রিয়াজুদ্দিন বাজারে। দোকানে পণ্যের মূল্য তালিকা দেখতে না পেয়ে আদালত ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। খাতুনগঞ্জে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। সেখানেও একই চিত্র দেখা যায়। পণ্য মূল্যের তালিকা না থাকায় আদালত দুটি পাইকারি দোকানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণের দায়ে এক আড়তদারকে জরিমানা করে। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপের কথা অবহিত করেন। এ লক্ষ্যে সাত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পুরো রমজান মাস অভিযান চালানে ভ্রাম্যমাণ আদালত। বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি, নিম্নমানের পণ্য বিপণন এবং ওজনে কম দেয়াসহ যে কোন ধরনের অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
×