ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সি পার্লের আইপিওর চাঁদাগ্রহণ শেষ ৬ মে

প্রকাশিত: ০৯:০৬, ২৯ এপ্রিল ২০১৯

সি পার্লের আইপিওর চাঁদাগ্রহণ শেষ ৬ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদাগ্রহণ শুরু হয়েছে গত ২৩ এপ্রিল। শেষ হবে ৬ মে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদনের সিদ্ধান্ত হয়। পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটি। অভিহিত মূল্য ১০ টাকায় বাজারে দেড় কোটি শেয়ার ছাড়বে তারা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি রিসোর্টের বিভিন্ন কক্ষের ইন্টেরিয়র ফিনিশিং, আসবাব ও জমি ক্রয় এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে। ৩ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৪৮ পয়সা। গত তিন বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে ভারিত গড় হারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
×