ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন বিড়াল কমাতে...

প্রকাশিত: ০৮:৫৯, ২৯ এপ্রিল ২০১৯

 বন বিড়াল কমাতে...

প্রায় সবার কাছে বিড়াল বেশ আদরের। তবে অস্ট্রেলিয়ায় পোষ্য বিড়ালের চেয়ে বন বিড়ালের সংখ্যা অনেক বেশি। সেদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২০ সালের মধ্যে অন্তত ২০ লাখ বিড়াল হত্যা করা হবে। কারণ এসব বিড়াল দেশটির অনেক পাখি হত্যার জন্য দায়ী। অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখেরও বেশি পাখি হত্যা করে বন্য ও পোষা বিড়াল। বিড়ালের এই ‘খুনে স্বভাবের’ কারণে দেশটির অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে।-সিএনএন
×