ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনে অতিরিক্ত পরিশ্রম, ইন্দোনেশিয়ার ২৭০ কর্মীর মৃত্যু’

প্রকাশিত: ০৮:৫৯, ২৯ এপ্রিল ২০১৯

 ‘নির্বাচনে অতিরিক্ত পরিশ্রম,  ইন্দোনেশিয়ার ২৭০  কর্মীর মৃত্যু’

একদিনে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের ১০ দিন পর ইন্দোনেশিয়ায় অতিরিক্ত শ্রমজনিত অসুস্থতায় ২৭০ জনেরও বেশি নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই দীর্ঘ সময় ধরে হাত দিয়ে লাখ লাখ ব্যালট পেপার গণনা করে ক্লান্তিজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন বলে রবিবার এক কর্মকর্তা জানিয়েছেন। ১৭ এপ্রিল প্রথমবারের মতো ২৬ কোটি লোকসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের ভোট এক দিনে গ্রহণ করা হয়। খরচ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছিল। প্রায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দেয়। দেশজুড়ে আট লাখ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ভোটারদের প্রত্যেকে ভোট দিতে পাঁচটি ব্যালট পেপার দেয়া হয়। পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত একটি দেশে আট ঘণ্টায় এ ভোটগ্রহণ একই সঙ্গে বিশাল কর্মযজ্ঞ ও কর্মকর্তাদের জন্য প্রাণঘাতী বলে প্রমাণিত হয়। হাতে হাতেই কর্মকর্তাদের ব্যালট পেপারগুলো গণনা করতে হচ্ছে। সেই থেকে শনিবার রাত পর্যন্ত ২৭২ জন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে অতিরিক্ত পরিশ্রমজনিত অসুস্থতায় আরও এক হাজার ৮৭৮ জন অসুস্থ রয়েছেন বলে জেনারেল ইলেকশন কমিশনের (কেপিইউ) মুখপাত্র আরিফ প্রিয় সুসান্ত জানিয়েছেন। ইন্দোনেশীয় ভাষায় কোমিসি পেমিলিহান উমউম ( কেপিইউ) বলা হয় দেশটির নির্বাচন কমিশনকে। ২৩ এপ্রিল ইস্যু করা এক সার্কুলার লেটারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ নির্বাচনী কর্মীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেয়। অপরদিকে যারা মারা গেছেন সেসব কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সুসান্ত। মৃতের সংখ্যা বাড়তে থাকায় কেপিইউ তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোউ সুবিয়ান্তোর প্রচারে সেলের ডেপুটি চেয়ারম্যান আহমদ মুজানি বলেছেন, কর্মীদের কাজের ব্যবস্থাপনা করার ক্ষেত্রে কেপিইউ বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারী ফলাফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো জয়ী হয়েছেন বলে বলা হয়েছে। ভোট গণনা শেষে কেপিইউ আগামী ২২ মে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের বিজয়ীদের নাম ঘোষণা করবে। -রয়টার্স
×