ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোদির উচিত জম্মু ও কাশ্মীরের ওপর অধিকার ছেড়ে দেয়া ॥ মেহবুবা

প্রকাশিত: ০৮:৫৮, ২৯ এপ্রিল ২০১৯

  মোদির উচিত জম্মু ও কাশ্মীরের ওপর অধিকার ছেড়ে দেয়া ॥ মেহবুবা

জম্মু-কাশ্মীরের পিডিপি নেতা মেহবুবা মুফতি বলেছেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা খারাপ মনে হলে মোদির জম্মু-কাশ্মীরের অধিকার ছেড়ে দেয়া উচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে মোদি বলেছিলেন, জম্মু-কাশ্মীরের সর্বাধিক ক্ষতি করেছে এই ৩৭০ ধারা। এর কথার প্রতিউত্তরে শনিবার মেহবুবা মুফতি বলেন, ৩৭০ ধারা যদি এতটাই খারাপ তাহলে জম্মু-কাশ্মীরকে ছেড়ে দেয়া উচিত মোদির। খবর ওয়েবসাইটের। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে মোদি বলেছিলেন, ৩৭০ ধারা এবং ৩৫-এ জম্মু-কাশ্মীরের সবথেকে বেশি ক্ষতি করেছে। কাশ্মীরের জন্য সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ফরমুলা ইনসানিয়াৎ, কাশ্মীরিয়াৎ এবং জমহুরিয়াত একমাত্র কাজ করবে। মেহবুবা বলেন, কাশ্মীরে অনেক বড় বড় প্রতিষ্ঠান হলেও সেখানে অনেকে যেতে চান না। কারণ কাশ্মীরে জমি কেনার বিধান নেই।
×