ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে খুন আটক ৩

প্রকাশিত: ০৮:৫১, ২৮ এপ্রিল ২০১৯

বরিশালে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে খুন আটক ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা দশম শ্রেনীর ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের (১৫) বস্তাবন্দী লাশ সন্ধ্যা নদীর রমজানকাঠী নামকস্থান থেকে রবিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। ওইদিন দুপুরে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিবেশি আশিক হাওলাদার (২০) নামের এক কিশোরসহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, নিহত স্কুল ছাত্রের মাথা ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। নয়ন ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র ও একই উপজেলার বামরাইল অনাথ বন্ধু (এবি) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবা-মা চট্টগ্রাম শহরের একটি গার্মেন্টসে চাকরি করার সুবাধে নয়ন তার দাদা-দাদীর সাথে গ্রামের বাড়িতে থাকতো। জানা গেছে, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তি নয়নকে বাড়ি থেকে কথা শোনার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে নয়ন নিখোঁজ ছিলো। নিহতের দাদা আব্দুল খালেক জানান, ওইদিন গভীর রাতে চট্টগ্রাম অবস্থানরত নয়নের বাবা সোবাহান হাওলাদারের মোবাইল ফোনে কল দিয়ে নয়নের মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুস্কৃতকারীরা। নয়নের বাবা সোবাহান হাওলাদার জানান, মুক্তিপণের জন্য তাকে ফোন করা হলে তিনি দুর্বৃত্তদের টাকা দিবেন জানিয়ে বরিশালের উজিরপুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পরে সকালে বাড়িতে এসে জানতে পারেন তার ছেলের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, নয়নকে কারা ডেকে নিয়েছিলো এবং কারা তার বাবার কাছে মুক্তিপণ দাবী করেছিলো সবকিছুর তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দাবিকৃত মুক্তিপণ না পেয়ে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা রমজানকাঠীর একটি পাটক্ষেতে নিয়ে নয়নকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে একটি বস্তায় ইট ঢুকিয়ে নয়নকে বস্তার মধ্যে ভরে পাট ক্ষেত সংলগ্ন সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়। তিনি আরও জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা নদীতে বস্তাটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আশিকসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাবাদেই আটককৃত আশিকের কাছ থেকে হত্যা সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য বের হয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×