ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মহত্যায় প্ররোচনা ॥ ভৈরবে আটক দুই

প্রকাশিত: ০৮:৪৪, ২৯ এপ্রিল ২০১৯

 আত্মহত্যায় প্ররোচনা ॥  ভৈরবে  আটক দুই

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৮ এপ্রিল ॥ ভৈরবের মধ্যারচর গ্রামে মেধাবী কলেজ ছাত্রী তানিয়াকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শনিবার রাতে প্রেমিক মিজানের পরিবারের তিন সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তানিয়ার বাবা মিলন মীর ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। তানিয়া সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজের অনার্স দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় বাবা-মাসহ এলাকাবাসী প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রেমিকের বিয়ের অস্বীকৃতি ও প্রতিবেশীদের অপমান ও বাড়িতে হামলা এবং মারধর সহ্য করতে না পেরে লাজলজ্জার ভয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই কলেজ ছাত্রী তানিয়া নিজ বসতঘরে ধর্ণাতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তানিয়ার মা শেফালী বেগম জানান, প্রতিবেশী প্রভাবশালী আওয়াল, সুহেল, নাদিম, মিজান ও সের আলী গং লোকজন নিয়ে রবিবার সকালে বাড়িঘরে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে সের আলীর ছেলে জাহিদ এবং আপনের ছেলে সানোয়ারকে আটক করে।
×