ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে স্কুলে তালা দিলেন বিক্ষুব্ধ অভিভাবকরা

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ এপ্রিল ২০১৯

 কুড়িগ্রামে স্কুলে তালা দিলেন বিক্ষুব্ধ অভিভাবকরা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলার চাঁন্দামারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অফিস কক্ষ তিন ঘণ্টা তালাবদ্ধ থাকার পর ইউএনওর উপস্থিতিতে তালা খুলে দিয়েছেন এলাকাবাসী। শিক্ষক-কর্মচারীদের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আগমন প্রস্থানের ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী তালা ঝুলিয়েছিল। সরজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় পেরিয়ে যাওয়ার পরও কোন শিক্ষক-কর্মচারী বিদ্যালয়টিতে উপস্থিত না হওয়ার প্রতিবাদে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষ দুটিতে তালা ঝুলিয়ে দেয়। চাঁন্দামারী গ্রামের বাসিন্দা, আঙ্গুর, আদম আলী, আপেল জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নিজেদের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে যাওয়া-আসার কারণে এবং সঠিকভাবে পাঠদান কার্যক্রম না চলার শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। ফলে অভিভাবক ও এলাকাবাসী এর থেকে পরিত্রাণের আশায় একত্রিত হয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার ও রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান ঘটনাস্থলে পৌঁছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলামকে অনুপস্থিত ও সহকারী শিক্ষকদের উপস্থিতি সময় উল্লেখ করে হাজিরা খাতায় স্বাক্ষর গ্রহণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
×