ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারখানা খুলে দেয়ার দাবি

প্রকাশিত: ০৮:৪২, ২৯ এপ্রিল ২০১৯

কারখানা খুলে দেয়ার দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা অবিলম্বে খুলে দেয়ার দাবিতে প্যাপিলন নিট গার্মেন্টস কারখানার শ্রমিকরা রবিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিকেএমইএ’র সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। উক্ত কর্মসূচীতে রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক কামাল পারভেজ মিঠু, কারখানার শ্রমিক, কাউছার, আমেনা, সুমন ও নাহার। নেতৃবৃন্দরা বলেন, প্যাপিলন গার্মেন্টস ১ এপ্রিল থেকে বেআইনীভাবে বন্ধ রয়েছে। ২ মাস ধরে মালিক পক্ষ বেতন পরিশোধ করছে না। বেতন না পাওয়ায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে।
×