ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বলেশ্বর চরে ধান কাটা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৮

প্রকাশিত: ০৮:৪১, ২৯ এপ্রিল ২০১৯

 বলেশ্বর চরে ধান কাটা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৮

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-পিরোজপুর জেলার সীমান্ত মধ্যবর্তী বলেশ্বর নদের প্রায় ২০ হাজার শতক জমির ধান কাটাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের নারীসহ অন্তত আটজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা প্রশমনে রবিবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাটের চিতলমারীর উমাজুড়ি-চরবানিয়ারী ও পিরোজপুরের নাজিরপুরের পশ্চিম বানিয়ারী গ্রামে উভয়পক্ষকে নিয়ে জরুরী বৈঠক করেছেন চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, চিতলমারী থানার পরিদর্শক অনুকুল সরকারসহ স্থানীয় ব্যক্তিগণ। বৈঠক সম্পর্কে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান, স্থানীয় বাসিন্দাদের বিরোধ নিরসনের জন্য দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী জমির ধান কেটে জমির প্রকৃত মালিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া হবে।
×