ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু

প্রকাশিত: ০৮:২৮, ২৯ এপ্রিল ২০১৯

 চবিতে ৫ দিনব্যাপী  বঙ্গবন্ধু বইমেলা শুরু

চবি সংবাদদাতা ॥ ‘বই বই এবং বই-ই দেখাবে পথ’ স্লোগানকে ধারণ করে প্রথম বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ৫ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা-২০১৯’ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু চেয়ার (বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দেশ-জাতি তথা দেশের সকল আপামর জনগণের জন্য অত্যন্ত গুরুত্ব, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু বইমেলা ২০১৯-এর সমন্বয়কারী ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপের পরিচালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ও চবি জাদুঘরের কিউরেটর প্রফেসর ড. ভূঁইয়া ইকবাল।
×