ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ১৬৫৯ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৮:২৭, ২৯ এপ্রিল ২০১৯

 খুলনায় ১৬৫৯ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিভাগে এক হাজার ৬৫৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রতি ছয় হাজার জনের জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সঠিক তথ্যের অভাবে অনেকেই কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে যান না। রবিবার খুলনায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়। সভায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য যার যার অবস্থান থেকে প্রচার বাড়ানোর আহ্বান জানান বক্তারা। ‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই স্লোগানকে নিয়ে কমিউিনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক কনফারেন্স রুমে রবিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত কুমার পোদ্দার। সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা।
×