ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপচিকিৎসায় শিশুর মৃত্যু ॥ কবিরাজ গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৬, ২৯ এপ্রিল ২০১৯

  অপচিকিৎসায় শিশুর  মৃত্যু ॥ কবিরাজ  গ্রেফতার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৮ এপ্রিল ॥ উপজেলায় কবিরাজের অপচিকিৎসার শিকার হয়ে মাজহারুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। নিহত মাজহারুল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর গ্রামের আবদুর রাশিদের ছেলে। এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে থানা থেকে পুলিশ এসে কবিরাজকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাজহারুলের পিতা একজন দরিদ্র কৃষক। গত আট মাস আগে মাজহারুল হঠাৎ করে প্যারালাইজ হয়ে পড়ে। ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা করা হলেও পুরোপুরি সুস্থ হয়নি শিশুটি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মাজহারুলের পিতা আবদুর রাশিদ বলেন, কাশিনগর গ্রামের আবুল হাসেম (৪০) নিজেকে কবিরাজ দাবি করে তার ছেলেকে চিকিৎসা করে ভাল করতে পারবেন বলে জানান। এতে তিনি ছেলের ভাল হওয়ার কথা চিন্তা করে কবিরাজকে চিকিৎসা করার অনুমতি দেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, ওই কবিরাজ শিশুটির হাত-পায়ে বিশেষ ধরনের তেল ঢেলে মালিশ করতেন। মালিশের সময় শিশুটির শরীরে কাঁপন ধরত। শনিবার রাতে মালিশ শেষ করার পর দেখা গেল মাজহারুলের শরীর কাঁপছে। এ সময় কবিরাজের কথায় মাজহারুলকে বিস্কুট ও পানি খেতে দেয় পরিবারের লোকজন। এতে হঠাৎ শিশুটির অবস্থা খারাপ হতে থাকে। পরে রবিবার সকালে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ওই কবিরাজকে আটক করে পুলিশে খবর দেয়। এই বিষয়ে কবিরাজ দাবি করেন তিনি এমন আরও অনেক রোগী চিকিৎসা করে ভাল করেছেন। এই শিশুটির শরীর খারাপ হওয়ার পর তিনি ছুটে আসেন। এই মৃত্যুর জন্য তিনি দায়ী নন।
×