ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৮:২৪, ২৯ এপ্রিল ২০১৯

 কক্সবাজারে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২০ কোটি টাকা মূল্যের ইয়াবার দু’টি চালান জব্দ করেছে। আটক করা হয়েছে এক মহিলা ইয়াবা কারবারিকে। শনিবার রাতে টেকনাফে দুম পারাংবিলেল র‌্যাব ও উখিয়ার বালুখালীতে পুলিশ পৃথক এ অভিযান চালায়। জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে ইয়াবা কারবারিদের ধাওয়া করে পুলিশ। এ সময় ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবার চালান পাচার সরবরাহ হচ্ছে জেনে পুলিশ সোর্স নিয়োজিত করেছিল ওখানে। অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান জানান, উখিয়া থানার ওসিসহ একদল পুলিশ বালুখালী পানবাজারের আধা কিলোমিটার দক্ষিণে সড়কের ব্রিজের নিচে ওঁৎপেতে থাকে। রাত ৩টার দিকে ৪/৫ ইয়াবা কারবারি ইয়াবার চালান নিয়ে আসছে দেখে র‌্যাব তাদের ধরার জন্য হানা দিলে ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। টেকনাফে দুই লাখ ইয়াবাসহ সাবিকুন নাহার নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটক সাবিকুন নাহার টেকনাফ সদর দুম পারাংবিল এলাকার সলিম উল্লাহর স্ত্রী। র‌্যাব জানায়, শনিবার রাতে সদর ইউপির দুম পারাংবিল সলিম উল্লাহর বসতবাড়িতে ইয়াবা চালান মজুদ রয়েছে জেনে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালিয়ে গেলেও দুই লাখ ইয়াবাসহ তার স্ত্রী সাবিকুন নাহারকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
×