ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওমানে বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনীতে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৮:২০, ২৯ এপ্রিল ২০১৯

 ওমানে বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনীতে মুগ্ধ দর্শক

সংস্কৃতি ডেস্ক ॥ ওমানের রাজধানী মাসকাটে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট, এসপিবিএ গত ১৩ এপ্রিল-১৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিশিষ্ট সাত শিল্পীর চিত্র প্রদর্শনী আয়োজন করে। ওমানের ঐতিহ্যবাহী ‘বাইত মুজনা’ গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশী শিল্পীরা হলেন শিল্পী মনিরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, কনক চাঁপা চাকমা, তাজউদ্দীন আহমেদ, মোহাম্মদ ইকবাল, জাহাঙ্গীর হোসেন এবং মাকসুদা ইকবল নীপা। ওমানী ব্যাংক সোহার ইন্টারন্যাশনালের সহযোগিতায় সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীটি ওমানের শিল্পী মহলে প্রশংসিত হয়। এসপিবিএর এই প্রদর্শনী আয়োজনের মূল লক্ষ্য ছিল ওমানের শিল্পানুরাগী দর্শক, শিল্পসংগ্রাহক, শিল্প-উদ্যোক্তা ও জনসাধারণের মধ্যে বাংলাদেশের সমকালীন আধুনিক চিত্রকলার প্রদর্শন। বৃহৎ ক্যানভাসে বাংলাদেশের শিল্পীদের আঁকা গাঢ় ও ৃউজ্জ্বল রঙের গতিশীল কম্পোজিশন দর্শকদের বিমোহিত করে। গত ১৩ এপ্রিল ‘এ্যাবস্ট্রাক্ট এ্যান্ড রিয়েলিটি’ অর্থাৎ বিমূর্ততা এবং বাস্তবতা শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করেন ওমানের ক্রীড়ামন্ত্রী শেখ সাদ আল সাদী, ব্যাংক সোহার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মেদ আল আরদি, রাজকীয় ওমানের সুলতানের উপদেষ্টা মকবুল আলী সুলতান এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। অনবদ্য এই চিত্র প্রদর্শনীটি কিউরেট করেন সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট, এসপিবিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলদেম বি কবির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। এছাড়া শহরের গুণীজন, শিল্প-সংগ্রাহক, শিল্প-সমালোচক, সাংবাদিক, শিল্প-উদ্যোক্তা, কূটনীতিক এবং রাজকীয় পরিবারের সদস্যবর্গ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওমানে অনুষ্ঠিত বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে এটি প্রথম কোন চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে আসা একজন শিল্প অনুরাগী দর্শক বলেন, আমরা বাংলাদেশের শিল্পীদের শক্তি, আবেগ এবং গভীরতা দেখে অত্যন্ত মুগ্ধ। ক্যানভাসগুলোর করণ-কৌশল এবং গতিশীল রঙের উপস্থাপনা আর রচনাশৈলী খুব চিত্তাকর্ষক।
×