ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নারী ও শিশু নির্যাতন ঠেকাতে চাই সাংস্কৃতিক গণজাগরণ’

প্রকাশিত: ১২:৪৪, ২৮ এপ্রিল ২০১৯

‘নারী ও শিশু নির্যাতন ঠেকাতে চাই সাংস্কৃতিক গণজাগরণ’

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে চলমান নারী ও শিশু নির্যাতন ঠেকাতে হলে চাই সাংস্কৃতিক গণজাগরণ। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতনবিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’-এ বক্তারা এমন মন্তব্য করেছেন। তারা বলেন, অতীতে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকা-ের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণেই মূলত নির্যাতনকারীরা একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। এ সময় বক্তারা শুধু নুসরাত নয়, কুমিল্লার সোহাড়ী জাহান তনু এবং ঢাকায় আফসানাসহ বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সব নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
×