ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমরা ঢাকায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা সমৃদ্ধ আদর্শ ভবন তৈরি করতে পারি ॥ জামিলুর রেজা

প্রকাশিত: ১২:৪৩, ২৮ এপ্রিল ২০১৯

আমরা ঢাকায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা সমৃদ্ধ আদর্শ ভবন তৈরি করতে পারি ॥ জামিলুর রেজা

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক ড. মোঃ জামিলুর রেজা চৌধুরী বলেছেন, আমরা ঢাকা শহরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সমৃদ্ধ আদর্শ ভবন তৈরি করতে পারি। এগুলো অন্য ভবন মালিকদের অনুপ্রাণিত করবে এবং তাদের ওপর চাপ সৃষ্টি করা যাবে। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে বুয়েট এ্যালামনাই এ্যাসোসিয়েশন আয়োজিত ‘ভবনে অগ্নিদুর্ঘটনা : সাম্প্র্রতিক সঙ্কট’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে দেন স্থপতি কাজী এম আরিফ। পরে অগ্নিনিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের গবেষণালদ্ধ মতামত উপস্থাপন করেন স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মাসুদ হেলালী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আলী আহমেদ খান। পরে অতিথির মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া বক্তব্য রাখেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। জামিলুর রেজা চৌধুরী বলেন, অগ্নিনিরাপত্তা ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা। ঢাকায় যদি কোন বড় বিপর্যয় হয়, তার জন্য আমাদের কোন প্রস্তুতি নেই। কত ক্ষয়-ক্ষতি হবে তাও জানা নেই। নিরাপত্তার জন্য একটি পরিকল্পনা করা হয়েছিল, ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করে কোনটার দায়িত্ব কাকে দেয়া হবে। সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু পরে এটার কোন অগ্রগতি হয়নি। ২০০৬ সালে চালু করা বিল্ডিং কোড সময়োপযোগী নয়। এটিকে এগিয়ে আনতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ শহর গড়তে আমাদের কাজ করতে হবে। রানা প্লাজা বিপর্যয়ের পর আমরা বুয়েটের সহায়তার যেভাবে গার্মেন্টসে সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করেছি, তেমনি নিরাপদ একটি শহর নির্মাণের জন্য আমরা একসঙ্গে কাজ করব।
×