ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান ছয় সূচকে সঠিকপথে দেশ

প্রকাশিত: ১২:৪১, ২৮ এপ্রিল ২০১৯

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান ছয় সূচকে সঠিকপথে দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘ ঘোষিত স্থায়িত্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ প্রধান ছয়টি সূচকে সঠিকপথে রয়েছে বাংলাদেশ। এছাড়া এসডিজির ১৭টি অভীষ্টের মধ্যে বেশকিছু লক্ষ্য ও সূচক বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে আগামী ২০৩০ সালের মধ্যে স্থায়িত্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সব সূচকে ভাল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বাংলাদেশে এসডিজির চার বছর শীর্ষক নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই সম্মিলনে গত চার বছরে বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যতের করণীয় তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়া বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, রাশেদা কে চৌধুরী, আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালায় পৃথক ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়। প্ল্যাটফর্মের নেতা এ্যাডভোকেট সুলতানা কামাল, ড. মোশতাক আর চৌধুরী, শাহীন আনাম, আসিফ ইব্রাহিম, প্রফেসর মুস্তাফিজুর রহমান, ড. ইফতেখারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
×