ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেমিতে মঙ্গোলিয়াকে পেল বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ২৮ এপ্রিল ২০১৯

 সেমিতে মঙ্গোলিয়াকে পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ এপ্রিল প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন লাওস মোকাবেলা করবে ‘বি’ গ্রুপের রানার্সআপ কিরগিজস্তানের। দ্বিতীয় সেমিতে ৩০ এপ্রিল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ মঙ্গোলিয়ার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়। শনিবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ডিফেন্ডার সেইসামনি ইন্থাফোনির হ্যাটট্রিকে আসিয়ান অঞ্চলের দেশ লাওস ৬-০ গোলে হারায় মধ্য এশিয়ার তাজিকিস্তানকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়েছিল। দুই খেলায় দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো লাওস। সমান খেলায় ৩ পয়েন্ট নিয়ে মঙ্গোলিয়া হয় গ্রুপ রানার্সআপ। দুই খেলাতেই হেরে পয়েন্টশূন্য তাজিকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিল। নিজেদের প্রথম খেলায় মঙ্গোলিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস। আর তাজিকিস্তান হেরেছিল ৩-০ গোলে মঙ্গোলিয়ার কাছে। শনিবারের ম্যাচে লাওসের হয়ে গোল করেন ৪ ও ৩৭ মিনিটে ফরোয়ার্ড পিই (দি¦তীয় গোলটি পেনাল্টি থেকে), ২৫ মিনিটে মিডফিল্ডার আনাউতা চান্তথিথং, ৭৫, ৮৯ ও ৯১ মিনিটে ডিফেন্ডার সেইসামনি ইন্থাফোনি। ইন্থাফোনি এবং পিই দুজনেই এ আসরে ৪টি গোল করে যুগ্মভাবে গোলদাতার শীর্ষে আছেন।
×