ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ১২:২৮, ২৮ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের উভয় পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহের থেকে বেড়েছে। বাজার নিয়ে গত সপ্তাহে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর বিএসইসির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে কমিশন আইসিবিকে শক্তিশালী করা এবং সর্ট সেল আইনসহ তিনটি পৃথক আইনের খসড়া অনুমোদন করেছে। তবে ধারাবাহিক পতনের কারণে গত সপ্তাহেও বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত ছিল। জানা গেছে, বিদায়ী সপ্তাহে চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩৬৬ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৭৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৩৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৯০২ টাকা বা ১০.৮৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩২ কোটি ৬২ লাখ ৪ হাজার ৪৭১ টাকার। ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩০৮ কোটি ১৫ লাখ ৫১ হাজার ১১৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৩ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৯৭৬ টাকা বেশি হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ১.০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৪ ও ১৮৬৩ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার ও ইউনিট দর। অপরদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৯৩ কোটি ৩১ লাখ ০২ হাজার ০৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫২ কোটি ১০ লাখ ২৬ হাজার ৭৪৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪১ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৩৩৩ টাকা বা ৯৯ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৭৩ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, সিএসআই-৫০ সূচক ৯ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ এবং সিএসআই ১৪ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৭৬৯, ১ হাজার ১৭৫ ও ১ হাজার ৬০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে ১৪ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ১৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
×