ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:০৮, ২৮ এপ্রিল ২০১৯

ক্যাম্পাস সংবাদ

ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এম এ কালাম ঢাকা মহানগরীর গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ এম এ কালাম ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, ঢাকা অঞ্চল পরিচালিত প্রতিযোগিতায় তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এম এ কালাম রাজধানীর গুলশান-বাড্ডা লিংকরোডে অবস্থিত গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ২০০৪ সালে তাঁর হাত ধরেই এই কলেজের যাত্রা শুরু। কলেজটি উচ্চমাধ্যমিক পর্যায়ে এবং স্নাতক ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে আসছে। ৎ২০১৯ সাল থেকে নিজস্ব ভবনে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস স্নাতক পর্যায়ে পাঠদান কার্যক্রমের স্বীকৃতি অর্জন করে। কলেজটি এম এ কালাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত। উল্লেখ্য, অধ্যক্ষ জনাব এম এ কালাম ১৯৯৩ সালে কমার্স প্রকাশনী প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশের উচ্চশিক্ষার (ব্যবসায় শাখায়) মানকে উন্নীত করণে বিশেষ ভূমিকা পালন করেন। অধ্যক্ষ এম এ কালাম তাঁর এই স্বীকৃতিকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের অর্জন বলে মনে করেন। তাঁর এই স্বীকৃতি ব্যবসায় শিক্ষা প্রসারকে আরও যুগোপযোগী করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন। ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনেকেই পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রতিটি আসনের জন্য ইউনিট ভেদে লড়তে হয় ৩০ থেকে ৪০ জনের সঙ্গে। তাই যথাযথ প্রস্তুতি ছাড়া ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই কঠিন। সেই কঠিন কাজটিকে সহজ করতে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছে টঈঈ শিক্ষা পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিটের সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর ফার্মগেটে নিজস্ব অডিটোরিয়ামে গত ১, ২ ও ৫ মার্চ অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় সফলদের নিয়ে এ অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, টঈঈ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আবদুল হালিম পাটওয়ারী। এতে আরও উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী; পরিচালক এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী প্রমুখ। শিক্ষকদের পক্ষে কয়েকজন বক্তব্য রাখেন। এখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা তুলে ধরে তাদের প্রস্তুতির গল্প, শোনায় তাদের পড়াশোনার কৌশল ও তার সফল প্রয়োগের কাহিনী। আয়োজনের শেষ পর্বে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল পরিচালনা করেন কামাল উদ্দিন পাটওয়ারী। সমাপনী বক্তব্য রাখেন, ইউসিসির চেয়ারম্যান ড. এম.এ হালিম পাটওয়ারী। সকলকে আপ্যায়ন ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ক্যাম্পাস প্রতিবেদক
×