ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইক্রোসফটের বাজারমূল্য লাখ কোটি ডলার ছাড়িয়েছে

প্রকাশিত: ১২:০৫, ২৮ এপ্রিল ২০১৯

মাইক্রোসফটের বাজারমূল্য লাখ কোটি ডলার ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বাজারমূল্য আবারও লাখ কোটি ডলার ছাড়িয়েছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে ৮৮০ কোটি ডলার মুনাফার মাধ্যমে দ্বিতীয়বারের মতো এ ক্লাবে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানায়, বছর ব্যবধানে মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-মার্চ মেয়াদে উইন্ডোজ থেকে মাইক্রোসফটের মুনাফা হয় প্রায় ১৮ শতাংশ আর মাইক্রোসফট অফিস থেকে মুনাফা আসে প্রায় ২৫ শতাংশ। এছাড়া গেমিং প্ল্যাটফর্ম থেকে ৯ শতাংশ ও হার্ডওয়্যার ব্যবসা থেকে ৫ শতাংশ মুনাফা করে মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগে গেল বছরের শেষ প্রান্তিকে লাখ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করেও স্থায়ী হয়নি মাইক্রোসফট।
×