ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ানডে স্ট্যাটাস পেল আরও দুই দেশ

প্রকাশিত: ১১:৪৬, ২৮ এপ্রিল ২০১৯

ওয়ানডে স্ট্যাটাস পেল আরও দুই দেশ

স্পোর্টস রিপোর্টার ॥ চলছে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-টু প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পাবে ওয়ানডে স্ট্যাটাস। ঘোষণা অনুযায়ী গত সপ্তাহে ওয়ানডে খেলার মর্যাদা পেয়েছে যুক্তরাষ্ট্র এবং ওমান। শুক্রবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে হারায় নামিবিয়া। একইদিন ওমানকে বড় ব্যবধানে হারায় পাপুয়া নিউগিনি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের সেরা চারে অবস্থান নিশ্চিত করে দেশ দুটি। আর এরই সঙ্গে নামিবিয়া ও পাপুয়া নিউগিনিরও ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নিশ্চিত হয়ে যায়। এলিগেন্ট দাবার শিরোপা ফয়সালের স্পোর্টস রিপোর্টার ॥ এলিগেন্ট উত্তরা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফয়সাল হোসেন। রানারআপ হন মাসুম হোসাইন। তৃতীয় হন আবু লাইস আনসারী। এছাড়া অনুর্ধ-১৬ সেরা বালক দাবাড়ু হন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসপি এবং বাংলাদেশ চেস প্লেয়ার্স এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি।
×