ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে নারী আম্পায়ার

প্রকাশিত: ১১:৪৬, ২৮ এপ্রিল ২০১৯

পুরুষদের ওয়ানডে ক্রিকেটে নারী আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-টু’র ফাইনালে মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া। সেখানে প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। প্রথম নারী হিসেবে ছেলেদের ওয়ানডে পরিচালনা করতে পেরে এবং আম্পায়ার হিসেবে যতদূর আসতে পেরেছি সে জন্য আমি রোমাঞ্চিত। নারী আম্পায়ারদের উন্নয়নে এটি সত্যিই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে নারীরা কেন আম্পায়ারিং করতে পারবে না এর কোন কারণ নেই। এটা বাধা ভেঙ্গে দেয়ার বিষয়, জাগরণ তৈরি করে যেন অনেক নারী এই কাজে আসতে পারে। প্রতিক্রিয়ায় বলেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন পোলোস্যাক। ২০১৭ সালে প্রথম নারী আম্পায়ার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছেলেদের ক্রিকেটে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন পোলোস্যাক। ২০১৮ সালে নারীদের টি২০ ওয়ার্ল্ড কাপেও দায়িত্বে ছিলেন। এছাড়াও ২০১৭ সালে নারীদের বিশ্বকাপে চারটি ম্যাচ পরিচালনা করেছিলেন পোলোস্যাকে। এর আগে মেয়েদের ১৫টি ওয়ানডে পরিচালনা করেছেন ৩১ বছর বয়সী পোলোস্যাক। ২০১৮ সালের নারী টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে দায়িত্ব পালন করেন।
×