ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএল ফুটবলে ভয়াবহ অনিয়ম!

প্রকাশিত: ১১:৪৫, ২৮ এপ্রিল ২০১৯

বিসিএল ফুটবলে ভয়াবহ অনিয়ম!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় উত্তরা বারিধারা ক্লাব ২-২ গোলে ড্র করেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে। বারিধারার স্বপন ও আরিফ এবং ফকিরেরপুলের পারভেজ ও খানদার ১টি করে গোল করেন। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ৩-২ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের শামীম জোড়া গোল করেন। অপর গোলটি করেন আল-আমিন। বিজিত দলের রনি জোড়া গোল করেন। বারিধারা-ফকিরেরপুল ম্যাচে ভয়াবহ এক অনিয়মের কথা জানা গেছে। বারিধারা ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করেছে তারা ২-০ গোলে এগিয়ে থাকার একপর্যায়ে ম্যাচের ৫৫ মিনিটে রেফারি শরীফুজ্জামান খান অসুস্থ না হয়েও এবং কোন কারণ ছাড়াই খেলা পরিচালনার ভার তুলে দেন চতুর্থ অফিসিয়াল মোহাম্মদ আরিফকে। ঘটনার এখানেই শেষ নয়, শরীফুজ্জামান ম্যাচের সহকারী রেফারি হিসেবে খেলায় সম্পৃক্ত হন। ফুটবলের বাইলজে এ রকম কোন অদ্ভুত নিয়ম নেই বলে দাবি করেছে বারিধারা ক্লাব। তাছাড়া আরিফ মূল রেফারির দায়িত্ব নিয়েই ফকিরেরপুলের পক্ষে বেশকিছু সিদ্ধান্ত দেন এবং এগুলো কাজে লাগিয়েই ৫৭ ও ৭১ মিনিটে দুটি গোল করে খেলায় সমতা এনে ফেলে ফকিরেরপুল, এমনটাই অভিযোগ করেছে ক্লাবটি। শনিবারই ম্যাচশেষে বাফুফের লীগ কমিটির কাছে অভিযোগ করেছে বারিধারা। গোলকিপিং কোচিং কোর্সে তারকা গোলরক্ষক বিপ্লব স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সার্বিক তত্ত্বাবধানে ‘এএফসি গোলকিপিং লেভেল-১ কোচিং কোর্স’ শনিবার থেকে মতিঝিলের বাফুফে ভবনে শুরু হয়েছে। চলবে ২ মে পর্যন্ত। এই কোচিং কোর্সে ভারত, কেনিয়া ও বাংলাদেশের ২৩ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এই ২৩ জনের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বর্তমান তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার ডিন মে। জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে বান্দরবান ও কুষ্টিয়া স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় শনিবারের খেলায় সেমিফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৭-১৪ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ২২-২১ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে ওঠে।
×