ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টুটগার্ট ওপেনে সেমিতে ওসাকা

প্রকাশিত: ১১:৪৪, ২৮ এপ্রিল ২০১৯

স্টুটগার্ট ওপেনে সেমিতে ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্টে পোরশে টেনিস গ্রাঁ প্রিঁ ওপেনে বিশ্বের এক নম্বর জাপানের নাওমি ওসাকা উঠে গেছেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের বিরুদ্ধে তৃতীয় সেটে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন তিনি। তবে কাঁধের সমস্যায় ম্যাচের মাঝপথে সরে দাঁড়াতে বাধ্য হন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফলে এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইট সেমিতে উঠেছেন, দুর্ভাগ্যজনক বিদায় ঘটেছে আজারেঙ্কার। সেমিতে ওসাকার বিরুদ্ধে নামবেন তিনি। অপর সেমিতে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও হল্যান্ডের কিকি বার্টেন্স। লাটভিয়ার আনাস্তাসিয়া সেবাস্তোভার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বেশ চাপের মুখে পড়ে গিয়েছিলেন কেভিতোভা। বিশ্বের তিন নম্বর র‌্যাঙ্কিংধারী এ চেক টেনিস তারকা প্রথম সেটেই হেরে গিয়েছিলেন। শুরুটা বাজে হলেও পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেবাস্তোভাকে শেষ পর্যন্ত তিনি হারিয়েছেন ২-৬, ৬-২, ৬-৩ সেটে। এ জয়ের পরও অবশ্য এই টুর্নামেন্টে কেভিতোভা যতদূর পর্যন্ত যান না কেন, আপাতত বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংটা ওসাকার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। ওসাকা শেষ ষোলোর ম্যাচে তাইওয়ানের সিয়েহ সু-ওয়েইকে হারিয়ে দেয়ার মাধ্যমে বিশ্বসেরার খেতাব ধরে রাখা নিশ্চিত করেছেন। তবে কেভিতোভা এই আসরে ফাইনালে উঠতে পারলে অনেকখানি কাছাকাছি হবেন ওসাকার। সে জন্য তাকে সেমিতে বার্টেন্সের বাধা পেরোতে হবে। ডাচ তরুণী বার্টেন্স সাবেক বিশ্বসেরা জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়েছেন শেষ আটের লড়াইয়ে। ষষ্ঠ বাছাই বার্টেন্স ফেবারিট পঞ্চম বাছাই কারবারকে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে পরাস্ত করেন। গত আসরে এখানে শিরোপা জিতেছিলেন ক্যারোলিনা পিসকোভা। কিন্তু তিনি আজারেঙ্কার কাছে হেরে বিদায় নেন শেষ ষোলো থেকেই। সেই আজারেঙ্কা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। অষ্টম বাছাই কন্টাভেইটের বিরুদ্ধে ৭-৫, ৫-৭, ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। এরপর কাঁধের ব্যথায় আর খেলা চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কন্টাভেইট উঠেছেন শেষ চারে। সেমিতে কন্টাভেইটকে লড়তে হবে শীর্ষ বাছাই ওসাকার বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে ওসাকার সঙ্গে তীব্র লড়াই করেছেন ভেকিচ। ক্রোয়াট এ তরুণী প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটে জিতে ম্যাচে সমতা এনেছিলেন। পরে ফলাফল নির্ধারণী সেটেও এগিয়ে গিয়েছিলেন। তবে দুর্দান্তভাবে নিজেকে ফিরে পান ওসাকা। শেষ পর্যন্ত তিনি জয় তুলে নেন টাইব্রেকে। ম্যাচ জিতেছেন ওসাকা ৬-৩, ৪-৬, ৭-৬ (৭-৪) সেটে। অথচ ৫-১ ব্যবধানে তৃতীয় সেটে পিছিয়ে পড়ার পর অনেকেই ওসাকার বিদায় নিশ্চিত ধরে নিতে শুরু করেছিলেন। ম্যাচশেষে তাই ওসাকা বললেন, এটা আসলে খুব দ্রুততার সঙ্গে ঘটেছে। ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল সে এবং হঠাৎ দেখি আমি ৫-১ ব্যবধানে পিছিয়ে গেছি। আমার তখন মনে হয়েছিল যে আর কিছুক্ষণ লাগবে আমার চলে যেতে। আমার কখনও মনে হয়নি যে স্বচ্ছন্দে আমি নড়াচড়া করতে পারছি।
×