ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাডার্সফিল্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষে লিভারপুল

প্রকাশিত: ১১:৪২, ২৮ এপ্রিল ২০১৯

হাডার্সফিল্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষে লিভারপুল

জিএম মোস্তফা ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) চলছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা-নামার খেলা। আজ লিভারপুল তো কাল ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের লড়াইটাকে এবার দারুণভাবে জমিয়ে তুলছে ইংল্যান্ডের বিখ্যাত এই দুই দল। শুক্রবার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ম্যাচেও বড় জয় পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠে এদিন তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তুলনামূলক খর্বশক্তির দল হাডার্সফিল্ড টাউনকে। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও লীগ টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে জার্গেন ক্লপের দল। সেই সঙ্গে প্রিমিয়ার লীগের শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটির ওপর চাপটাও বাড়িয়ে দিল ফিরমিনো-সালাহরা। ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে এবার তলানিতে রয়েছে হাডার্সফিল্ড টাউন। ২০১৮-১৯ মৌসুমে যে তাদের জয় মাত্র তিন ম্যাচে। সেই দলটাকে নিয়ে শুক্রবার খেলল লিভারপুলও। এমন প্রতিপক্ষের জালে এদিন গুনে গুনে পাঁচবার বল জড়াল জার্গেন ক্লপের দল। দুটি করে গোল করেছেন সাদিও মানে এবং মোহাম্মদ সালাহ। এছাড়া লিভারপুলের জার্সিতে বাকি গোলটি করেন নেবি কেইটা। ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই গোল করেন কেইটা। মোহাম্মদ সালাহর এ্যাসিস্টে লিভারপুলকে এগিয়ে দিয়ে ইতিহাসেও জায়গা করে নেন তিনি। লিভারপুলের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এটাই যে দ্রুততম সময়ের গোল। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় লিভারপুলের শততম গোলও এটা। হাডার্সফিল্ডের বিপক্ষে কেইটার গোলের পর দেখা যায় সাদিও মানে আর মোহাম্মদ সালাহর ঝলক। অলরেডদের এই দুই তারকা মিলে বাকি চার গোল করেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির বিপক্ষে। প্রথমার্ধের ২৩ এবং দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে নিজের দুটি গোল করেন সাদিও মানে। সালাহর গোল দুটিও দুই অর্ধ মিলিয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+১) ব্যক্তিগত প্রথম আর দলের তিন নম্বর গোলটি করেন লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে করেন ব্যক্তিগত দ্বিতীয় গোল। আর তাতেই লিভারপুলের ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয়। লিভারপুলের জার্সিতে এটা ছিল সালাহর ১০০তম ম্যাচ। নিজের মাইলফলকের ম্যাচটাকে রাঙিয়েই রাখলেন মিসরীয় ফরোয়ার্ড। নিজে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শততম ম্যাচে এরচেয়ে আর কী ভাল পারফর্মেন্স হতে পারে? লিভারপুলের জার্সিতে শততম ম্যাচ খেলেই প্রতিপক্ষের জালে ৬৯ বার বল জড়িয়েছেন তিনি। এছাড়া ২৯ গোলে এ্যাসিস্ট করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের ইতিহাসে ১০০ ম্যাচের শেষে সালাহর পারফর্মেন্সই এখন পর্যন্ত সেরা। সালাহর সঙ্গে সাদিও মানেও এবার ছুটছেন দুর্দান্ত গতিতে। এই দুই তারকা মিলেও একটা রেকর্ড গড়েছেন এবার। এবারের মৌসুমে তারা দুজনেই করেছেন ২০ গোলের বেশি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এমনটা ঘটেছে মাত্র চারবার। এক মৌসুমে একই ক্লাবের জার্সিতে ২০টি করে দুজন গোল করার রেকর্ড এর আগে ছিল মাত্র তিনটি। সর্বশেষ ২০১৪ সালে দেখা গেছিল এমনটা। সেটাও আবার লিভারপুলেরই দুই তারকা। লুইস সুয়ারেজ এবং ড্যানিয়েল স্টারিজ। এর আগের দুটি ছিল ২০১০ এবং ১৯৯৪ মৌসুমে। কোল এবং বিয়ার্ডসলি নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন। তার ১৪ বছর পর দিদিয়ের দ্রগবা এবং ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এক মৌসুমে প্রতিপক্ষের বিপক্ষে ২০ কিংবা তারও বেশি করে গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সালাহ আর মানেও ঢুকলেন তাদের সেই বিশেষ তালিকায়। হাডার্সফিল্ডের বিপক্ষে জয়ের ফলে লিভারপুলের পয়েন্ট এখন ৯১। ৩৬ ম্যাচ থেকে ২৮ জয় আর সাত ড্রয়ের সৌজন্যে এই পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। এ যাবতকালের ইতিহাসে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমে সর্বোচ্চ ৯৮ পয়েন্ট সংগ্রহ করেছিল লিভারপুল। তবে সেবার মৌসুমটা ছিল ৪২ ম্যাচে। এবার প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহে ৮৯ পয়েন্ট। যদিওবা একটা ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ আবারও মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ বার্নলি। এই ম্যাচে জয় পেলে লিভারপুলকে টপকে আবারও শীর্ষে উঠে যাবে পেপ গার্ডিওলার দল।
×