ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীতে যুক্ত হলো আরও দুটি যুদ্ধ জাহাজ

প্রকাশিত: ১১:০৭, ২৮ এপ্রিল ২০১৯

নৌবাহিনীতে যুক্ত হলো আরও দুটি যুদ্ধ জাহাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ত্রি-মাতৃক করার সরকারী ঘোষণা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীতে যোগ হলো আরও দুটি যুদ্ধ জাহাজ। শনিবার দুপুরে কর্ণফুলীর বিএনএস ঈশা খা জেটিতে জাহাজ দুটিকে স্বাগত জানিয়ে বরণ করে নেয়া হয়। নতুন এই দুটি যুদ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা।’ জাহাজ দুটি চীনে তৈরি। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের এ জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যার মাইল বেগে চলতে সক্ষম। গত ১২ এপ্রিল চীনের সাংহাই থেকে জাহাজ দুটি যাত্রা শুরু করে শনিবার দুপুরের আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। এরপর নিয়ে আসা হয় বিএনএস ঈশা খাঁ ঘাটিতে। চীনের ইয়ানতিয়ান বন্দর ও মালয়েশিয়ার কেলাং বন্দর হয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দিয়ে জাহাজ দুটি বিএনএস ঈশা খাঁ ঘাটিতে এসে পৌঁছেছে। জাহাজ দুটিকে বরণ করে নেয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আবু আশরাফ। নৌবাহিনী সূত্রে জানা গেছে, জাহাজ দুটিতে শত্রু বিমান, জাহাজ ও স্থাপনায় আঘাত হানতে সক্ষম আধুনিক কামান, ভূমি থেকে আকাশ ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রি ডি রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রানার জেমিং সিস্টেমসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম রয়েছে। আরও রয়েছে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের জন্য ডেক ল্যান্ডিং সুবিধা। উল্লেখ, নৌবাহিনীর জন্য জাহাজ দুটি নির্মাণে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শীপ বিল্ডিং এ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়।
×