ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি একটা বটবৃক্ষ, দুই একটা পাতা ঝরে গেলে কিছু হবে না

প্রকাশিত: ১১:০৫, ২৮ এপ্রিল ২০১৯

বিএনপি একটা বটবৃক্ষ, দুই একটা পাতা ঝরে গেলে কিছু হবে না

স্টাফ রিপোর্টার ॥ দলের সিদ্ধান্তের বাইরে দুএকজন শপথ নিলে তাতে দলের কোন ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, জাহিদুর রহমানের মতো দুএকজন সংসদে যোগ দিলে সংসদের বৈধতা পাবে না। এই সংসদ জনগণের প্রতিনিধি নিয়ে গঠিত হয়নি। এতে জনগণের ইচ্ছার কোন প্রতিফলন ঘটেনি বলে উল্লেখ করেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই প্রসঙ্গে বলেন, সিদ্ধান্তের বাইরে দুই-একজন শপথ নিলে তাতে দলের কোন ক্ষতি হবে না। বিএনপি একটি বটবৃক্ষের মতো, দুই-একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না। অন্যদিকে দলের অপর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ঠাকুরগাঁওয়ের জাহিদুর রহমানের মতো আরও দু-একজন গেলেও বর্তমান সংসদের বৈধতা আসবে না। একজন জাহিদুর রহমান গিয়েছেন। যদি আরও দু-একজন যান, তাতে সরকারের কী সুবিধা হবে, তা জানি না। তবে দেশের জনগণ জানবে, এর মাধ্যমে কখনও বর্তমান সংসদের বৈধতা আসবে না এবং আসতে পারে না। কারণ, এই সংসদ জনগণের প্রতিনিধিদের নিয়ে সংগঠিত হয়নি। এই সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। শনিবার পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন। রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী তাঁতি দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটা বড় বটবৃক্ষ, এখান থেকে দুই-একটা পাতা ঝরে গেলে কিছু যায় আসে না। অতীত ইতিহাসে এ রকম আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবরণের পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটে মন্ত্রীরা বিএনপি ভাঙ্গার চেষ্টা করেছিলেন। তারপরে এক-এগারোর সময় চেষ্টা করেছিল, পারেনি। দুই-একজন শপথ নিল কি নিল না, এটা এত বড় দলের জন্য তেমন কোন বিষয় না। সিদ্ধান্তের বাইরে কেউ কোন পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোন ক্ষতি হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেয়াকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাঁকে কারাগারে আটকে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে চাপে রাখা হচ্ছে না, এটা জনগণই বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে মওদুদ আহমদ বলেন, সরকারের একদলীয় শাসন এবং ২৯ ডিসেম্বর সিভিলিয়ান ক্যু’র কারণে দেশে বিরাট শূন্যতা বিরাজ করছে। দেশ ও সরকারের জন্য এই শূন্যতা ভয়ঙ্কর। এ থেকে উত্তরণের জন্য অবিলম্বে দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। কারণ, নির্বাচন দিলেই এই শূন্যতা আর থাকবে না। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আওয়ামী লীগ মুক্তি পাবে। আর এটা আওয়ামী লীগ, সরকার ও দেশের মানুষের জন্য ভাল হবে। তিনি বলেন, সরকারের আচরণে মনে হয়, তারা জাতীয়তাবাদী দলকে ভাঙতে চায় না, নিঃশেষ করে দিতে চায়। কিন্তু নিঃশেষ করা সম্ভব হবে না। কারণ, সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আর আগামী শত বছর জাতীয়তাবাদী দল দেশে থাকবে। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মওদুদ আহমদ বিএনপি চেয়াপরপার্সন বেগম জিয়ার মুক্তি প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, প্যারোলের কথা যদি বলেন, তাহলে সরকারী কৌঁসলিদের দয়া করে বলে দেন, খালেদা জিয়ার জামিনের বিরোধিতা যেন তাঁরা না করেন। তাহলে তো তিনি জামিনেই মুক্তি পেতে পারেন, প্যারোলের প্রয়োজন হবে না। এটা স্পষ্ট, সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না। প্যারোলের আবেদন করলে বিবেচনা করার প্রশ্ন ওঠে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্যের সমালোচনা করেন মওদুদ আহমদ। তিনি বলেন, খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় কারাগারে রাখা হয়েছে। তবে তাঁর মুক্তি আজকে না হোক, কালকে হবেই এবং সম্মানের সঙ্গে তাঁর মুক্তি হবে উল্লেখ করেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।
×