ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৫৯, ২৮ এপ্রিল ২০১৯

পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু সাধারণ নাগরিক নয় দেশটির উর্ধতন কর্মকর্তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন পররাষ্ট্র দফতর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। -খবর এনডিটিভির। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া পাকিস্তানীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তানে কনস্যুলার কার্যক্রম এখনও অপরিবর্তিত রয়েছে। ফলে গত ২২ এপ্রিলে ফেডারেল রেজিস্ট্রেশন নোটিফিকেশন পাকিস্তানী নাগরিকদের ভিসা বাতিলের বিষয়টি অনুমোদন করে। সেখানে ভিসা বন্ধের বিষয়টি সতর্ক করে দেয়া হয়। এমনকি তা জানিয়ে দেয়া হয় পাকিস্তানের উর্ধতন কর্মকর্তাদেরও। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকার দশম দেশ হবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যেসব দেশ তাদের দেশের নির্বাসিত নাগরিককে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করবে তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরও দশটি দেশ রয়েছে। ২০০১ সালে ঘানা ও গুয়ানা, ২০১৬ সালে গাম্বিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিত্রিয়া, গায়েনা ও সিয়েরা লিওন এবং ২০১৮ সালে সর্বশেষ মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাছাড়া সন্ত্রাসী তৎপরতার অভিযোগে লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রাথমিকভাবে পাকিস্তানের নামও বিবেচনায় নেয়া হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘ট্রাম্প যদি পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে মেধা পাচার কমে আসবে। তখন পাকিস্তানীরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবেন। তারা পাকিস্তানকে আরও ভাল অবস্থানে নেয়ার চেষ্টা করবেন।’
×