ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার অধিকার নেই ॥ হানিফ

প্রকাশিত: ১০:৫৯, ২৮ এপ্রিল ২০১৯

খোলস পাল্টালেও  জামায়াতের রাজনীতি করার অধিকার নেই ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী খোলস পাল্টে নতুন নামে এলেও তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজারে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কি? তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকা-ের জন্য দুঃখ প্রকাশ করে কিনা, সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে। খোলস পাল্টে নতুন নামে এলেও জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার বিষয়ে সরকারের চাপ রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর সরকারের কোন চাপ নেই। তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন।
×