ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে চিনির বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ

প্রকাশিত: ১০:৫৯, ২৮ এপ্রিল ২০১৯

রমজানে চিনির বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ

অর্থনেতিক রিপোর্টার ॥ আসন্ন রমজান উপলক্ষে চিনির বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এ লক্ষে তালিকাভুক্ত ডিলারদের চিনি বরাদ্দ দেয়া হচ্ছে। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে চিনির বাজার স্থিতিশীল রাখা ও নির্ধারিত দরের চেয়ে চিনির মূল্য যেন অতিমূল্যায়িত না হতে পারে সেজন্য উদ্যোগ নেয়া হয়েছে। ভোক্তা স্বার্থে তালিকাভুক্ত ডিলারদের চিনি বরাদ্দ দেয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) চট্টগ্রাম গুদামে মজুদ আমদানিকৃত চিনি হতে সরকার নির্ধারিত এক্সগোডাউন প্রতি মেট্রিক টন ৪৫ হাজার টাকা দরে দেশব্যাপী ডিলারদের কাছে বিক্রি করা হচ্ছে। প্রয়োজনে ফ্রি সেলেরও ব্যবস্থা করা হবে। এছাড়া রমজান উপলক্ষে ঢাকা মহানগরীর চিহ্নিত জনবহুল এলাকাসহ চট্টগ্রাম মহানগর এবং ১৫টি চিনিকল এলাকা ও নিকটবর্তী শহরে কাভার্ডভ্যান, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোক্তা সাধারণের কাছে সরাসরি প্রতিকেজি চিনি ৬৫ টাকা এবং মিল এলাকায় খোলা চিনি প্রতিকেজি ৫০ টাকা দরে বিক্রির ব্যবস্থা আছে। চিনি বিক্রির এ কার্যক্রম পবিত্র ঈদ-উল-ফিতর পর্যন্ত অব্যাহত রাখা হবে।
×