ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাতকে যৌন হয়রানি, মাদ্রাসা অধ্যক্ষ আটক

প্রকাশিত: ১০:৫৮, ২৮ এপ্রিল ২০১৯

ছাতকে যৌন হয়রানি, মাদ্রাসা অধ্যক্ষ আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন হয়রানিও হত্যার রেশ না কাটতেই সুনামগঞ্জের ছাতক উপজেলায় একই কায়দায় মাদ্রাসা ছাত্রী নিপীড়নের ঘটনা জনমনে উদ্বেগ আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। শনিবার ছাতকে ছাত্রী নিপীড়নের ঘটনায় এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করা হয়েছে। জামায়াতপন্থী এক শিক্ষক কর্তৃক এক মাদ্রাসা শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার বিচার না করায় ভুক্তভোগী ছাত্রীর হাতে উক্ত মাদ্রাসার জামায়াতপন্থী অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসায় ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী অধ্যক্ষের কাছে বিচার চেয়ে না পাওয়ায় এবার আলিম পরীক্ষায় অংশ নেয়নি। শনিবার এই ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও আলিম পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী শাহেলা বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর কার্যালয়ে ডেকে নেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষ ও শিক্ষার্থী পৃথকভাবে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে শিক্ষার্থী শাহেলা বেগম মাদ্রাসার ইংরেজী শিক্ষক সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমানকে অভিযুক্ত করে। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে অধ্যক্ষের কাছে দু’দফা বিচার প্রার্থী হলে তিনি এর কোন সমাধান দেননি। যার ফলে এ শিক্ষার্থী চলমান আলিম পরীক্ষায় অংশ নেয়নি। এজন্য ক্ষিপ্ত হয়ে সে অধ্যক্ষের সঙ্গে এরূপ আচরণ করেছে বলে শিক্ষার্থী জানায়। অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী দু’দিন মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে স্বীকার করে জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা করা হয়েছে। এ বিষয় নিয়ে গত ২৮ মার্চ মাদ্রাসায় একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী শাহেলা বেগম জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে শিক্ষক রাজিবুর রহমানের বাসায় কোচিং পড়তে যায় সে। এ সময় তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। নানাভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রলোভন দিয়েছেন ওই শিক্ষক। এতে সে ৬ দিন প্রাইভেট পড়ে এ শিক্ষকের কাছে পড়া বন্ধ করে দেয়। অধ্যক্ষের কাছে এ নিয়ে বিচার প্রার্থী হলে সে কোন বিচার পায়নি। এজন্য লেখাপড়া বন্ধ করে দিয়ে আলিম পরীক্ষায় অংশ নেয়নি সে। এ ঘটনায় শিক্ষার্থী বাদী হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শিক্ষার্থীর পিতা সিলেট সদর উপজেলার আলীনগর গ্রামের একরামুল হক থানায় অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাদ্রাসার ইংরেজী শিক্ষক রাজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাজিবুর রহমানকে সন্ধ্যায় আটক করেছে ছাতক থানা পুলিশ। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী জানান, মাদ্রাসা শিক্ষার্থীসহ অধ্যক্ষের বক্তব্য শুনেছি। শিক্ষার্থীকে সকলপ্রকার আইনী সহযোগিতা দেয়া হবে।
×