ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যা॥ ময়নাতদন্ত রিপোর্ট এখনও পুলিশের হাতে

প্রকাশিত: ১০:৫৮, ২৮ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যা॥ ময়নাতদন্ত রিপোর্ট এখনও পুলিশের হাতে

নিয়াজ আহমেদ লাবু ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ময়নাতদন্ত রিপোর্ট এখনও পুলিশের হাতে। শীঘ্রই এ মামলার চার্জশীট দিচ্ছে পিবিআই। এদিকে যৌন হয়রানির মূল নায়ক ওই মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা জাল সনদে নিয়োগ পেয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগ থেকে শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা মাদ্রাসার ছাত্রী নুসরাতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট নিয়েছে। ইতোমধ্যে এই রিপোর্ট নিতে পর্যালোচনা শুরু করেছে পিবিআইয়ের তদন্ত টিম। সূত্রগুলো জানায়, দাহ্য পদার্থের (কেরোসিন) মাধ্যমে দেয়া আগুনে শরীর দগ্ধ হয়েই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যু হয়েছে।
×