ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির এমপি ও কর্মীরা তাদের নেতৃত্বের কথা শোনেন না ॥ নাসিম

প্রকাশিত: ১০:৫৮, ২৮ এপ্রিল ২০১৯

বিএনপির এমপি ও কর্মীরা তাদের নেতৃত্বের কথা শোনেন না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির বর্তমান নেতৃত্ব এতটাই দেউলিয়া হয়েছে যে, তাদের কথা এমপি ও কর্মীরা শোনেন না। গত ১০ বছর দেশে কার্যত কোন আন্দোলন করতে না পারা, নির্বাচনের আগে প্রস্তুতিহীন অবস্থায় মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এক বছরের অধিক সময়ে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির জন্য কোন ভূমিকা রাখতে না পারায় বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষুদ্ধ ও আস্থাহীন হয়ে পড়েছে দলটির কর্মীরা। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জয় বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ আব্দুল কাদেরের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কারণেই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদমুখী হতে চান। তবে বিএনপির সিনিয়র নেতারা নিজেরা হেরে গেছেন, তাই তারা চান না জুনিয়াররা সংসদে গিয়ে সরকারবিরোধী ভূমিকা রাখুক। কারণ তারা কথা বললে তাদের কথা পত্র-পত্রিকায় হেডলাইন হবে এবং সিনিয়রদের গুরুত্ব কমে যাবে। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ও মাঠের লড়াইয়ে বিএনপি পর্যুদস্ত। তাই বাস্তবতা উপলদ্ধি করে যে ক’জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংসদে গিয়ে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সংসদে আসুন। অন্যথায় ইতিহাসের করুণ পরিণতি ভোগ করতে হবে বিএনপির। আইনমন্ত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে নুসরাতসহ সকল নারী-শিশু হত্যা ও নির্যাতনকারীদের বিচার করুন। দেশবাসীর এখন একটাই দাবি, এই নরঘাতকদের দ্রুত বিচার করে চরম দ- দিতে হবে। অন্যথায় দেশের অর্জনগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে সমাজের বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি সালাহউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মোজাফফর হোসেন পল্টুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পেশাজীবী পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক ও উন্নয়নের ধারার রাজনীতির বিপরীতে মিথ্যাচার, জনগণকে ধোঁকা দেয়ার রাজনীতির দিন শেষ। সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে জঙ্গী-সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের উপদেষ্টা মইনুদ্দীন খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×