ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাশের পেটে ইয়াবা

প্রকাশিত: ১০:৫৬, ২৮ এপ্রিল ২০১৯

লাশের পেটে ইয়াবা

স্টাফ রিপোর্টার ॥ আবারও রাজধানীতে লাশের পেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মতিঝিলে জুলহাস মিয়া (৩৫) নামে এক যুবকের লাশের পেটে ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্রতিটি প্যাকেটে থেকে ৪০/৪৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্তের পরই তার পাকস্থলী থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। নিহত জুলহাসের বাবার নাম আক্কাস আলী। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামে। ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ জনকণ্ঠকে জানান, শনিবার সকালে মতিঝিল থেকে আসা জুলহাস নামে একটি মৃতদেহের ময়নাতদন্তের সময় তার পেটে ইয়াবা ট্যাবলেটের ১১টি প্যাকেট পাওয়া গেছে। যার একটি প্যাকেট খুলে সেখানে ৪৭ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি জানান, পাকস্থলীর দুই স্থানে ৪ পিস করে ৮ পিস ইয়াবা গলে পড়েছিল। এই কারণেই তার মৃত্যু হতে পারে। কিছু ইয়াবা পরীক্ষার জন্য রাখা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাটি ঢামেক মর্গে থেকে তাদের জানানো হয়েছে। তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে জুলহাস নামে এক যুবক অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে দেখেন, অসুস্থ ওই যুবকের মাথায় লোকজন পানি ঢালছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন পুলিশ। ওইদিনই দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পরে সন্ধ্যার দিকে সেখান থেকে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি বলেন, লাশের পেটে ১১ প্যাকেটে প্রায় ৫শ’ ইয়াবার পিস উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, জুলহাস এক মাদককারবারি ছিলেন। পাচারের উদ্দেশে হয়তো তিনি এসব ইয়াবা পেটে বহন করছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই ইয়াবাগুলো আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। মৃত জুলহাসের ছোট ভাই মেহেদি হাসান জানান, ভাই জুলহাস ২১ এপ্রিল কাজের কথা বলে এলাকা থেকে রাজধানীর মিরপুরে আসেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ ছিল না। এর আগে গত ৩ এপ্রিল অজ্ঞাত (৪০) এক নারী লাশের পেটে ১৫শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগ। সে সময় সোহরাওয়ার্দী মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান এ এম সেলিম রেজা জানান, ওই নারীর পেট থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি ইয়াবার প্যাকেট গলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, এ কারণে ওই নারীর মৃত্যু হতে পারে।
×