ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোলাগুলির পর ১৫ লাশ উদ্ধার

শ্রীলঙ্কায় জঙ্গী আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান

প্রকাশিত: ১০:৫৫, ২৮ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় জঙ্গী আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীলঙ্কার পূর্ব উপকূলে নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন জঙ্গীদের সঙ্গে শুক্রবার রাতভর গোলাগুলির পর ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছে। গির্জা-হোটেলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় একযোগে বোমা বিস্ফোরণের ছয়দিন পর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। কলম্বো থেকে ২০০ মাইল দূরত্বে ‘বোমা তৈরির কারখানা’র সন্ধানও পাওয়া গেছে। শ্রীলঙ্কার ৩ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণ এশীয় এ দেশটিতে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে যুক্তরাষ্ট্র ফের সতর্ক করেছে। গত সপ্তাহে শ্রীলঙ্কাজুড়ে কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে চালান সন্ত্রাসী হামলায় আড়াইশরও বেশি মানুষ নিহত হয়। সমন্বিত ওই হামলার জন্য ন্যাশনাল তওহীদ জামাত নামে একটি উগ্রবাদী সংগঠনকে দায়ী করছে লঙ্কান সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটও (আইএস) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। নিরাপত্তা বাহিনীর বিস্তৃত অভিযানের মধ্যেই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বাত্তিকোলা শহরের দক্ষিণে আম্পারার সাইন্থুমারুথু এলাকায় সন্দেহভাজন মুসলিম জঙ্গীদের সঙ্গে গোলাগুলি শুরু হয় বলে কর্মকর্তারা জানান। রাতভর চলা এ সংঘাতের এক পর্যায়ে চার বন্দুকধারী ও এক বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর জানানো হয়েছিল। অভিযান শেষে সকালে মোট ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়। বাত্তিকোলার যে জায়গায় এ গোলাগুলি হল, তার কাছের একটি স্থাপনাও স্টার সানডেতে বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল। জনসাধারণকে মসজিদ-গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ। কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিত শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের রবিবারের প্রার্থনা ও সব কর্মসূচী বাতিল করেছেন। সিরিজ হামলার ঘটনায় লঙ্কান পুলিশ ইতোমধ্যে ৭৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সিরিয়া ও মিসরের নাগরিকও রয়েছে। বোমা তৈরির কারখানার সন্ধান ॥ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ২০০ মাইল দূরত্বে একটি ‘বোমা তৈরির কারখানার’ সন্ধান মিলেছে। শুক্রবার পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় কারখানাটির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়িটি সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটি উপকূলীয় সামানথুরাই এলাকায় অবস্থিত। শুক্রবার সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ৩ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি ॥ শ্রীলঙ্কায় কয়েক দফা ভয়াবহ বোমা হামলার ঘটনায় বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ পরিপ্রেক্ষিতে দেশটির কয়েকটি শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। শুক্রবার থেকে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। গোলাগুলিতে জাহরানের স্ত্রী-কন্যা আহত ॥ শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় আত্মঘাতী বোমা হামলার প্রধান সন্দেহভাজন মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরানের স্ত্রী ও কন্যা নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার পুলিশ ও সন্দেহভাজন মূল হোতার বোন এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। ইস্টার সানডের বোমা হামলার মূল সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরানের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের ॥ ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর শ্রীলঙ্কায় নতুন করে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেশটিতে বিদ্যমান ভ্রমণ সতর্কতা আরও উন্নীত করে ‘উচ্চতর ভ্রমণ সতর্কতা’ জারি করা হয়েছে। এতে ‘সন্ত্রাসজনিত কারণে শ্রীলঙ্কা ভ্রমণ পুনর্বিবেচনার’ জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পদ ছাড়ছেন না লঙ্কান পুলিশ প্রধান ॥ প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার করা পদত্যাগের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান। দেশটির প্রেসিডেন্ট দফতরের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কার চারটি হোটেল ও তিনটি গির্জায় প্রায় একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় আড়াইশরও বেশি মানুষ নিহত হওয়ার পর হামলা রুখতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট সিরিসেনা।
×