ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে নারী নাট্যকর্মীদের ব্যতিক্রমী বৈশাখী আড্ডা

প্রকাশিত: ০৯:১৫, ২৮ এপ্রিল ২০১৯

ময়মনসিংহে নারী নাট্যকর্মীদের ব্যতিক্রমী বৈশাখী আড্ডা

সংস্কৃতি ডেস্ক ॥ চলছে বাংলা নববর্ষ বৈশাখ। বাংলা নববর্ষের আগমনী বার্তা নিয়ে আসে এই মাস। বাঙালীরা নতুন বছরকে বরণ করে নিতে নানা রঙের আয়োজনে নিজেদের আঙ্গিনা রাঙিয়ে তোলে। এই চেতনার ধারাবাহিকতায় শিল্প-সংস্কৃতির নগরী খ্যাত ময়মনসিংহের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষকে বরণ করে নেয়। জানা যায়, গত ১৩ বৈশাখ শুক্রবার বিকেলে ময়মনসিংহের অন্যতম নাট্য সংগঠন অনসাম্বল থিয়েটার নারী নাট্যশিল্পীদের নিয়ে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন ছেড়োনা’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় কাচারি ঘাট সংলগ্ন অনসাম্বল আঙ্গিনায় মঞ্চ কন্যাদের ভিন্নধর্মী এবং ব্যতিক্রমী এক বৈশাখী আড্ডার আয়োজন করে। আড্ডার পাশাপাশি এদিন ‘কোকিলা’ নাটকের মঞ্চায়ন হয়। এতে কোকিলা চরিত্রে অভিনয় করেন অনসাম্বল থিয়েটারের সদস্য শিরীন সিরাজ সাথী ও সংলাপ থিয়েটারের স্বাধীন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহের নারী প্রতিনিধি অনসাম্বল থিয়েটারের সদস্য আইরিন আক্তার পুষ্প পরিকল্পনা ও সংগঠনের সভাপতি মোঃ আবুল মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত মঞ্চকন্যাদের আড্ডায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস। এ সময় তিনি বলেন, সকল প্রতিবন্ধকতা দূর করে নারীরা নিজেরাই নিজেদের গড়ে তোলার মাধ্যমে তাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও মুক্তবাক থিয়েটারে সদস্য নুছরাত ইমাম বুলটি, অনসাম্বল থিয়েটারের শিরীন সিরাজ সাথী, রেবেকা সুলতানা, লোককৃষ্টি সংস্থার জোছনা বেগম, বহুরূপী নাট্য সংস্থার রুনা আক্তার, ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সাদিয়া লাবণ্য, মুক্তবাক থিয়েটারের সোমা আক্তার, রঙ্গভূমি থিয়েটারের সাবরিনা জামান নৈরিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নারীশিল্পীরা এ আড্ডায় অংশ নেন। আড্ডায় উঠে আসে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা ডিঙিয়ে সামনে এগিয়ে আসার গল্প। তারা বলেন, মঞ্চে যেসব নারীরা কাজ করছেন তাদের বিভিন্ন সামাজিক বাধাকে উপেক্ষা করে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। বর্তমান সমাজ ব্যবস্থায় বাহ্যিকভাবে নারী উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এখনও নারীদের কর্মক্ষেত্রসহ বিভিন্নভাবে নানা প্রতিবন্ধকতার স্বীকার হতে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী সমাজ। আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে ধর্ষণ। বিগত ১০০ দিনে ৩৯৬ জন নারী ধর্ষিত হয়েছে- এমনটাই বললেন আড্ডায় অংশগ্রহণকৃত মঞ্চকন্যাগণ। সন্ধ্যায় এসব নিকৃষ্টতর ঘটনার প্রতিবাদস্বরূপ ধর্ষকদের কুশপুতুল দাহ করে এবং শ্রীলঙ্কায় বোমা হামলাসহ অন্যান্য ঘটনায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আজহার হাবলু, লোকসঙ্গীত গবেষক শাহ সাইফুল ইসলাম পান্নু, নাট্যকার ইব্রাহিম খলিল, ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল, কবি ও সংগঠক স্বাধীন চৌধুরী, রঙ্গভূমি থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান হাসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মঞ্চ কন্যাদের নিয়ে অনসাম্বল থিয়েটারের এমন আয়োজনকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। তারা মনে করেন, এ আয়োজন সংস্কৃতি অঙ্গনে আগত নতুন নারী কর্মীদের স্ব-স্ব ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
×