ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করলেন মাশরাফি

প্রকাশিত: ০৯:১১, ২৮ এপ্রিল ২০১৯

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করলেন মাশরাফি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২৭ এপ্রিল ॥ নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের তিন চিকিৎসক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। এ তিন চিকিৎসক হলেন সার্জারি(সিনিয়র) বিশেষজ্ঞ আকরাম হোসেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ (জুনিয়র) শওকত আলী ও কার্ডিওলজি বিশেষজ্ঞ (জুনিয়র) কাজী মোঃ রবিউল আলম। শনিবার সদর হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, যেসব চিকিৎসক সময়মতো হাসপাতালে আসেন না তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক অনুষ্ঠান শেষে আকস্মিকভাবে সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় কর্তব্যরত ৩ চিকিৎসকের হাজিরা খাতায় স্বাক্ষর না দেখে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুস শাকুর এবং পরে অনুপস্থিত সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আকরাম হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যা শোনেন।
×