ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৭, ২৮ এপ্রিল ২০১৯

কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৭ এপ্রিল ॥ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের কথিত ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন এবং প্রধান শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও এলাকাবাসী। শনিবার সকালে অভিভাবকদের আয়োজনে ওই বিদ্যালয়ের সামনে মানববন্ধন এবং গৌরীপুর বাজারে বিক্ষোভ মিছিল করে। পরে এক প্রতিবাদ সভায় উপস্থিত অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক সেলিম যোগদানের পর বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়ম শুরু হয়। এর মধ্যে এসএসসি ও জেএসসি পরীক্ষার অতিরিক্ত ফি, বিনা রসিদে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায়, ছাত্রাবাস না থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে বিদ্যালয়ের আর্থিক ক্ষতি করে একজন শিক্ষককে হোস্টেল সুপারের সম্মানী প্রদান এবং বিনা ভাড়ায় বাসা বরাদ্দ, সরকারী বিধিবহির্ভূত অতিরিক্ত ২টি মিড টার্ম পরীক্ষার নামে বিনা রসিদে ফি গ্রহণ আর এসব দুর্নীতি চাপা রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশে আপন ভাগিনাকে করণিক পদে নিয়োগ করেন এবং মূল ক্যাশিয়ারের দায়িত্ব দেন। আমরা অচিরেই এসব অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণ এবং স্থগিতকৃত তফসিল বাতিল করে পুনরায় নির্বাচনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। এ বিষয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। আমি যতটুকু জানি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে, এটা শুধু উপজেলা নির্বাচন অফিসারের কাজ। এটাকে নিয়ে শুধু আমাকে দোষারোপ করছে কিছু স্বার্থান্বেষী মহল। উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হলে কয়েকজন অভিভাবক মনোনয়ন কিনতে না পেরে জেলা প্রশাসক, কুমিল্লা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দফতরে একাধিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ১৮ এপ্রিল নির্বাচন স্থগিত করলেও দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ব্যাকডেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
×