ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৎস্যজীবীদের হামলায় মেঘনায় ডুবে পুলিশ নিখোঁজ

প্রকাশিত: ০৯:০৫, ২৮ এপ্রিল ২০১৯

মৎস্যজীবীদের হামলায় মেঘনায় ডুবে পুলিশ নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৭ এপ্রিল ॥ হাইমচর উপজেলায় চরকোড়ালিয়া নামক স্থানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে জেলেদের হামলায় মেঘনা নদীতে ডুবে মোশারফ হোসেন নামে পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান পায়নি। মোশারফ হোসেন হাইমচর থানার কর্মরত পুলিশ সদস্য। হাইমচর থানা পুলিশ জানায়, রাতে মেঘনার পশ্চিম পাড়ে চরপোড়ালিয়া এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক করার জন্য ৪ পুলিশ সদস্য, ২ গ্রাম পুলিশ, ১ কমিউনিটি পুলিশ সদস্য ও নৌকার মাঝিসহ রওনা করেন। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনকারী মেঘনার পাড়ে থাকা সংঘবদ্ধ জেলেরা তাদের আটক করা হবে সন্দেহ করে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকাগুলি করে। এ সময় জেলেদের দেশীয় অস্ত্রের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় পুলিশ সদস্য মোশারফ।
×