ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত

প্রকাশিত: ০৯:০৫, ২৮ এপ্রিল ২০১৯

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে চরমপন্থী দলের দুই সদস্য নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে চরমপন্থী দলের ২ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে আফসার আলী (৪৫) ও লিটন সরকার (৪০) নামে চরমপন্থী দলের দুই সদস্য নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও চরমপন্থী দলের ৩টি পোস্টার উদ্ধার করে। উল্লেখ্য চলতি মাসেই একই এলাকায় চরমপন্থী দলের হামলায় নান্নু মিয়া নামে শেরপুর থানার এক এএসআই পায়ে গুলিবিদ্ধ হন। শেরপুর থানা পুলিশ জানায়, রাত দেড়টার দিকে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশসহ পুলিশের কয়েকটি টিম ভবানীপুর বাজার এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ এ সময় বাজারের পূর্বপাশের এলাকায় ২ জনকে পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে পিস্তল গুলি ও চাপাতিসহ পোস্টার উদ্ধার করে। এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত ২ জনই চরমপন্থী দলের সদস্য। দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে তারা মারা যায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
×