ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে মা ও নানি হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৩, ২৮ এপ্রিল ২০১৯

ঝিনাইদহে মা ও নানি হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ এপ্রিল ॥ মহেশপুর উপজেলার নওদাগ্রামে মা মর্জিনা খাতুন (৪৫) ও নানি সামছুন্নাহারকে (৮০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, ইমরান হোসেন কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ভোররাতে পুলিশ অভিযান চালায়। সে সময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। তবে কি কারণে সে তার মা ও নানিকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার গভীররাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি সামছুন্নাহার কে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের চাচাত ভাই কুদরত আলী বাদী হয়ে ইমরান হোসেনকে একমাত্র আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে দুই জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ এপ্রিল ॥ ঢাকা-পটুয়াখালীগামী সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পরে মনির হোসেন (৪০) ও নুর আলম (৬০) নামের দুই মহিষ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করেছে। বাউফলের কারখানা নদীতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, লক্ষ্মীপুর জেলার চরমনি দরবার শরিফ এলাকার খোরর্শেদ মিয়ার ছেলে মনির হোসেন ও একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে নুর আলম মিয়া ঘটনার দিন বাকেরগঞ্জের কবাই এলাকা থেকে মহিষ কিনে ট্রলার যোগে গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। রাত ৩টার সময় ঢাকা-পটুয়াখালীগামী সুন্দরবন-৮ নামের একটি দোতালা লঞ্চ ওই ট্রলারটিকে ধাক্কা দিলে মনির হোসেন ও নুর আলম নদীতে পরে যান। খবর পেয়ে শনিবার পৌনে ১০টার দিকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খবির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যর একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে। ঘাতক লঞ্চটি আটক করা হয়েছে।
×